দলকে সংগঠিত করতে ভূমিকা রেখেছেন ওয়াহিদুজ্জামান

দক্ষিণ জেলা আ.লীগের স্মরণসভায় বক্তারা

| বৃহস্পতিবার , ১০ আগস্ট, ২০২৩ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, ওয়াহিদুজ্জামান চৌধুরী স্বাধীনতা পূর্ববর্তী সময় হতে ছাত্রলীগকে সংগঠিত করেছেন। দক্ষিণ জেলা যুবলীগের তিনি সফলতা দেখিয়েছেন। দায়িত্বশীল, সাহসী ও সহজেই কর্মীদের আকৃষ্ঠ করতে পারার সুবাদে হাজার হাজার কর্মী তার হাত ধরে এসে আজ চন্দনাইশ তথা জেলা আওয়ামী পরিবারে সংপৃক্ত হয়েছে। জিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার থেকে দলকে সংগঠিত করতে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কয়েকবার অলিবাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন। গতকাল ৯ আগস্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান চৌধুরী মৃত্যুবার্ষিকী উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দুঃসময়ে দেশ ও জনগণের কল্যাণে যারা রাজনীতি করে, দলের কর্মীদের পাশে দাঁড়ায় তারা আমাদের কাছে স্মরণীয় ও বরণীয়। ওয়াহিদুজ্জামান চৌধুরী দলের জন্য একজন নিবেদিত প্রাণ, সফল, ত্যাগী ও বিজ্ঞ রাজনীতিবিদ হিসাবে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

স্মরণ সভায় বক্তব্য রাখেন, শাহজাদা মহিউদ্দিন, প্রদীপ দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, মোস্তাক আহমদ আঙ্গুর, হায়দার আলী রনি, আবুল কালাম আজাদ, আবু আহমেদ জুনু, জসিম উদ্দিন, সালেহীনুর জামান তানভীর, মাহবুবুর রহমান চৌধুরী, শাখাওয়াত হোসেন শিবলী, তৌহিদুল আলম, বেলাল হোসেন মিঠু, মাহমুদুল হক চৌধুরী, আমির উদ্দিন চৌধুরী, মুরিদুল আলম মুরাদ, মফিজুর রহমান বাহাদুর, আবুল কালাম, এস এম মুছা তানভীর প্রমুখ। সভার পূর্বে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি ও জোয়ারে ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন মনজুর আলম
পরবর্তী নিবন্ধআইস পাচার, কক্সবাজারে রোহিঙ্গার যাবজ্জীবন