দলকে যারা পাপবিদ্ধ করছে তাদের ক্ষমা করা হবে না

মোহরার তিন ইউনিটের কার্যকরী কমিটির সভায় নাছির

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক বিপর্যয় রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাল ধরেছেন। তাই আমরা কেউ হতাশার আবর্তে ঘুরপাক খাচ্ছি না। চলমান বৈশ্বিক বিপর্যয়ে সুযোগ নিয়ে যারা ঘোলা পানিতে মাছ শিকার করছে তারা ষড়যন্ত্রকারী। এদের মোকাবেলা করতে হবে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায় থেকে নেতৃত্ব গড়ে তুলছি। যারা পরিশুদ্ধ, ত্যাগী এবং রাজপথের সৈনিক তাদেরকেই কাছে টানবো। নেতৃত্বের জন্য ব্যক্তির কোন পকেট দরকার নেই। আদর্শের প্রতি এবং গণমানুষের প্রতি ভালোবাসা এটাই সবচেয়ে মূল্যায়নের মাপকাঠি। আমরা ক্ষমতায় কিন্তু, যারা ক্ষমতায় থেকে দেশ ও দলকে পাপবিদ্ধ করছে তারা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমা করা হবে না। ৫নং মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন এ ইউনিটের সভাপতি রফিক এলাহী, বি ইউনিটের সভাপতি নাছির উদ্দিন, সি ইউনিটের সভাপতি খালেদ সওদাগরের সভাপতিত্বে কার্যকরী কমিটির সভায় বক্তব্য দেন, সফর আলী, নোমান আল মাহমুদ, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, দিদারুল আলম চৌধুরী, জোবাইরা নার্গিস খান, আবু তাহের, শহিদুল আলম, সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ, নাজিম উদ্দিন চৌধুরী, মো. জসিম উদ্দিন, খালেদ হোসেন খান মাসুক, এরশাদ হোসেন বিটু, মো. ওসমান, নুরুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেজভীয়া দরবারে আলা হযরতের বার্ষিক ওরশ ১২ অক্টোবর
পরবর্তী নিবন্ধকরোনায় চট্টগ্রামে নতুন আক্রান্ত ৭৯ জন, দুইজনের মৃত্যু