টি-টোয়েন্টি ক্রিকেটে কেমন যেন জেগে উঠতে পারছেনা বাংলাদেশ দল। কোনভাবেই নিজেদের পারফরম্যান্সের উন্নতি ঘটাতে পারছেনা। নিউজিল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজের দুটি ম্যাচ খেললেও উন্নতির কোন ছাপ নেই। তাই এখন দলকে জাগিয়ে তোলার চেষ্টা করছেণ অধিনায়ক সাকিব। গতকাল নিউজিল্যান্ডে বাংলাদেশে দলের অনুশীলনের কয়েকটি স্থিরচিত্রে দেখা গেল সাকিব সবাইকে কিছু বুঝানোর চেষ্টা করছেন। যেহেতু দলের অধিনায়ক তিনি তাই এসব তার দায়িত্বেরই অংশ। তবে শুধু এসবই নয়, অধিনায়ক হিসেবে সব দায়িত্বই সাকিব পালন করছে বলে জানালেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভাগ্য বদলের আশায় সাকিব ও শ্রীরামের দায়িত্বের পালা শুরু প্রায় হাত ধরাধরি করেই। গত ১৩ আগস্ট নতুন করে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফেরানো হয় সাকিবকে। এরপর সপ্তাহ না ঘুরতেই জানানো হয়, টি-টোয়েন্টিতে টেকনিক্যাল কনসালটেন্টের মোড়কে প্রধান কোচের দায়িত্বে থাকবেন শ্রীরাম। তবে শুরুটা ভালো হয়নি দুজনের জুটির। এশিয়া কাপে দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। পরে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচের সিরিজে ছিলেন না সাকিব। নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশ সেই ম্যাচ দুটি জিতলেও পারফরম্যান্সে পূরণ হয়নি প্রত্যাশার সবটুকু। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও সাকিব ছিলেন বাইরে। সোহানের নেতৃত্বে এবার হারে দল। দ্বিতীয় ম্যাচে সাকিব ফিরলেও বদল হয়নি ফলাফলে। সময়টা তাই কঠিন যাচ্ছে সাকিব-শ্রীরাম জুটির জন্য। ক্রমাগত ধুঁকতে থাকা, আত্মবিশ্বাসের তলানিতে থাকা দলকে উজ্জীবিত করার কাজটি সহজও নয়। তবে শ্রীরাম এসবে খুব বিচলিত নন। সাকিবকেও তিনি খুব মরিয়া ও কাতর দেখছেন না।