একদিন…
চশমা হারালুম
অস্পষ্ট দৃষ্টি,
দেখি না চোখ মুখ
পষ্টাপষ্টি।
ভেতর বাহির সব একাকার
নাই ভেদ, শ্রী কদাকার
একখানি সুখের নিদ্রা পেলুম।
পরদিন…
চশমা হলো ঠিক।
নতুন গ্লাসে ঝা চকাচকা
দেখি সব চিকচিক।
তবে বিভেদখানি পষ্ট দেখি বড়
ভেতরে এক পন্নগ বড়োসড়ো।
মানুষ রূপ, কিন্তু এক মুখোশ
করছে ভেতরে সর্প ফোঁস ফোঁস
নিদ্রাদেবী ছুটলো, শর্বরী নির্ঘুম।











