দর্শক ভাবাবে মেহজাবীনের ‘প্রিয় মালতী’

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ যাচ্ছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসবের ৪৫তম আসরের ওয়ার্ল্ড সিনেমা বিভাগে চূড়ান্ত হয়েছে সিনেমাটি। খবর বাংলানিউজের। মিশরের রাজধানীতে কায়রো অপেরা হাউজে আগামী ১৩ নভেম্বর এই উৎসব শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত। সেখানে বিশ্বের অন্য সিনেমার পাশাপাশি দেখান হবে ’প্রিয় মালতী’, সিনেমাটি হুইসপারস অব এ থ্রাস্টি রিভার’ নামে অংশগ্রহণ করেছে। প্রযোজনা প্রতিষ্ঠান চরকি এক বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত, চিত্রনাট্য লিখেছেন শঙ্খ ও আবু সাইদ রানা। শঙ্খ জানিয়েছেন উৎসবে ‘প্রিয় মালতী’র চারটি প্রদর্শনী রয়েছে। যার মধ্যে দুইটি দেখবেন দর্শকরা। একটি শো সাংবাদিকদের জন্য, এছাড়া আরেকটি প্রদর্শনী জুরিদের জন্য রাখা হয়েছে। শোয়ের শেষে আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব থাকছে। ‘প্রিয় মালতী’ দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে পা রাখতে যাচ্ছেন শঙ্খ। গত বছরের মাঝামাঝিতে সিনেমা বানানোর কাজে হাত দিয়েছিলেন তিনি। তিনি বলেন, আফ্রিকার সবচেয়ে বড় উৎসবে সিনেমাটি যাওয়া একটা বড় ব্যাপার। কাজটা শেষ করে দর্শকদের সামনে আনতে পারছি এটা ভালো লাগছে। সিনেমার গল্প নিয়ে পরিচালক বলেন, আমার দর্শনের অনেক কিছুই এখানে প্রতিফলিত হয়েছে।

এ সিনেমায় রাজনীতির প্রসঙ্গও আছে, তবে এটি প্রচলিত রাজনীতি নয়, কিছুটা অন্যরকম। আমি বিশ্বাস করি আর্ট রাজনীতির বাইরে নয়। যাপিত জীবনের গল্প আছে সিনেমায়, তাই দর্শকরা সহজেই কানেক্ট করেত পারবেন। মেহজাবীনের ভাষ্য, কাজ করার সময় সেটি পরবর্তীতে কোনো উৎসবে যাবে কী যাবে না, তা মাথায় থাকে না। তবে কষ্ট করে কাজটি করার পর যখন আন্তর্জাতিক উৎসবগুলোতে সিলেক্ট হয়, তখন খুব ভালো লাগে। কায়রো ফেস্টিভ্যালে যাচ্ছে, এটা খুবই আনন্দের। আমি কাজটি করেছি মূলত ইউনিক প্লটের কারণে। এছাড়া সিনেমাটির টিমটা খুবই দারুণ।

আশা করছি, সিনেমাটি দর্শকদের ভাবাবে। মেহজাবীন ছাড়াও আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। ‘প্রিয় মালতী’ যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চরকি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধশুক্রবার মুক্তি পাচ্ছে জামিল হোসেনের সিনেমা ‘রং ঢং’