দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বিসিবি

| রবিবার , ১৭ জানুয়ারি, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মত ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেহেতু করোনাকালে সিরিজটি মাঠে গড়াচ্ছে সেহেতু প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ সংশ্লিষ্ট সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্তে পৌঁছেছে টাইগার ক্রিকেট প্রশাসন। তবে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি ও স্পন্সররা এর আওতামুক্ত থাকছেন। সিরিজে তাদের জন্য সীমিত পরিসারে বসার ব্যবস্থা রেখেছে বিসিবি। গতকাল শনিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টাইটেল স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

পূর্ববর্তী নিবন্ধহাজি আবদুল হান্নান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধগোলাম রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু