দেশে ক্রমশ বাড়ছে করোনা। সংক্রমনের পাশাপাশি বাড়ছে মৃত্যু হারও। এরই মধ্যে দরজায় কড়া নাড়ছে বিপিএল। বলা যায় শুরু হয়ে গেছে কাউন্টডাউন। আর ঠিক এক সপ্তাহ পরেই মাঠে গড়াবে বঙ্গবন্ধু বিপিএল। বিপিএলের দিন ক্ষন নিশ্চিত হয়ে গেলেও এখনও পর্যন্ত ৬ দলের কারোই প্রস্তুতি শুরু হয়নি। তবে আগামী ১৫ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাধীনতা কাপ তথা বিসিএল ফাইনাল শেষ হওয়ার পরই শুরু হয়ে যাবে বিপিএলের উন্মাদনা। শুরু হবে দলগুলোর প্রস্তুতি। একই সময়ে ঢাকায় চলে আসবেন বিদেশি ক্রিকেটাররাও। তবে তার আগে এখন দলগুলো ভেতরে ভেতরে নিজের প্রস্তুতি সারছে।
এবারের বিপিএলে সবচাইতে বেশি দর্শককে মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু করোনা সংক্রমণ বিশেষ করে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরকার গত ১১ জানুয়ারী সামাজিক , রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে সব রকম সমাবেশ নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা বহাল থাকলে বিপিএলে মাঠে দর্শক সমাবেশ হবে কিনা তা এখন ভাবনার বিষয় হয়ে দাড়িয়েছে।
১১ জানুয়ারি রাতে সরকারি নিষেধাজ্ঞা জারির পরপরই বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান আমাদের ইচ্ছা ছিল ডাবল ভ্যাকসিন যাদের নেয়া আছে, তারা যাতে মাঠে গিয়ে বিপিএল খেলা দেখতে পারে। কিন্তু এখন যেহেতু সরকারি নিষেধাজ্ঞা চলে এসেছে, তাই এ অবস্থায় দর্শক উপস্থিতিতে খেলা চালানো সম্ভব না।