মানুষ সবসময় নিজের জীবন নিয়ে চিন্তা করে। আর ভাবতে থাকে আমার জীবনে কত সমস্যা। তখন সে আশে পাশে তাকায়, তখন আকাশে উড়ন্ত পাখিকে দেখে ভাবে এরা কত স্বাধীন, এদের জন্য কোন দেশের সীমারেখা নেই, ওরা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে। অনেক সুখী ওরা। আবার কখনো ছোট পিঁপড়ে দেখেও মানুষ ভাবে এই পিঁপড়ের জীবনও কত সহজ, এরা মাটিতেই পিলপিল করে চলে আর মাটিতেই খাবার পেয়ে যায়। তাদের কোন সমস্যা নেই। কিন্তু খেয়াল করে দেখুন পাখি যেখানে ই বাসা তৈরি করুক না কেন ওদের সার্বক্ষণিক ভাবে চিন্তা থাকে বড় কোন পাখি এসে না তাকে ও তার বাচ্চাদের খেয়ে ফেলে। একটু বেশি জোরে বাতাস ও ঝড় হলেই তাদের যত উপরেই বাসা থাকুক ভেঙে পড়ে সবার আগে। পিঁপড়ের দিকে তাকালেও দেখতে পাই তারা সবসময় ভয়ে থাকে কারো পায়ের চাপে না মারা যায়? অনেক জোরে বাতাসের কারণে উড়ে না যায়? পানিতে না ভাসিয়ে দেয়? আসলে সকলের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকেই। সমস্যা আছে বলেই হয়তো প্রত্যেক সমস্যার সমাধান করার পর আমরা বেশ জয়ের আনন্দে হাসতে পারি।
মানুষের জীবনে সত্যিকার দুটো জিনিস সবসময় পাশে থাকে। এক হলো— দর্পণ। যা সবসময় সত্যি টা দেখায়। এরা মিথ্যে করে খুশি করতে পারে না কাওকে। আর দুই হলো— ছায়া। যা সবসময় পাশে পাশে থাকে। তবে অহংকার, লোভ, লালসা বেড়ে গেলেই তখন মানুষ নিজের ছায়াকেও আর বিশ্বাস করতে পারে না।যেমনটা সূর্য অস্ত যাওয়ার সময় ছায়া মানুষের সামনে চলে আসে আর মানুষের থেকেও ছায়াকে বেশ লম্বা দেখায়। জীবনে তখনই প্রকৃত সুখ লাভ হয় যদি মানুষের ভালোবাসা অর্জন করা যায়। আর সবসময় কিছু মানুষ ছায়ার মতো সঙ্গী হয়ে থাকে। এরাই হলো প্রকৃত বন্ধু। নিজের প্রতি সবসময় বিশ্বাস রাখা উচিত। যতটুকু প্রাপ্তি বা সাফল্য লাভ হয় তাতেই সন্তুষ্ট থাকা উচিত। এতে জীবনে শান্তি লাভ করা যায়।