দর্জির কাজের আড়ালে মদ বিক্রি

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৭:৩৬ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানার বায়তুশ শরফ এলাকা থেকে চোলাই মদসহ এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তার নাম পলাশ নাথ শীতল (২৬)। গতকাল (২৮ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে বায়তুশ শরফ মাদ্রাসার সামনের চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, সকালে হরতাল ডিউটির সময় বায়তুশ শরফ চেকপোস্ট থেকে শীতলকে গ্রেপ্তার করা হয়। সে মূলত দর্জির কাজ করে। আর ওই কাজের আড়ালে করে মদ বিক্রি। রোববার সকালে স্কুল ব্যাগে করে মদ নিয়ে যাওয়ার পথে গ্রেপ্তার হয় সে। তিনি জানান, শীতল গত এক বছর ধরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। ফিশারিঘাট থেকে মদ কিনে এই যুবক হালিশহর বিক্রি করত বলে জানায় পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব কর্ণফুলীর ২৯তম পালাবদল
পরবর্তী নিবন্ধমেয়রের কাছে ক্লিফটন গ্রুপের বিশ হাজার মাস্ক হস্তান্তর