কাপ্তাই উপজেলার কর্ণফুলী ডিগ্রি কলেজের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির উদ্যোগে গত শনিবার আর্থিক সহায়তা প্রদান করা হয়। ওয়াগ্গাছড়া জোন সদর দপ্তরে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ দরিদ্র শিক্ষার্থীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা ও সার্বিক উন্নয়নের জন্য ৪১ বিজিবি সবসময় সহযোগিতা প্রদান করে আসছে। সেই ধারাবাহিকতায় কর্ণফুলী ডিগ্রি কলেজের দরিদ্র শিক্ষার্থীদের মাঝেও আর্থিক অনুদান প্রদান করা হলো। এই কলেজের শিক্ষার উন্নয়নে ভবিষ্যতে বিজিবির পক্ষ থেকে আরো সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় কর্ণফুলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরীসহ কলেজের সিনিয়র শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।