দরিদ্র মানুষের আইনি সহায়তা নিশ্চিত করছে সরকার

জেলা লিগ্যাল এইড কমিটির সভায় বক্তারা

| বৃহস্পতিবার , ১ জুন, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

মামলার দীর্ঘসূত্রতা কমানো এবং তৃণমূল পর্যায়ে অসচ্ছল দরিদ্র বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রতিষ্ঠা একটা বিরাট চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্টদের সেবকের মতো কাজ করতে হবে। আপনারা জানেন, তৃণমূল পর্যায়ে সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসারকল্পে সরকার তথা জাতীয় সংস্থা আন্তরিকভাবে কাজ করছে। সরকারের মহৎ উদ্যোগ বাস্তবায়নে জেলা লিগ্যাল এইড কমিটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। ফলশ্রুতিতে অর্থের সাশ্রয় করে স্বল্প সময়ে আইনের আশ্রয় লাভ করছে অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থী জনগণ। অসচ্ছলের মামলার ভার বহন করে সরকার। আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার তথা জেলা লিগ্যাল এইড কমিটি কাজ করছে।

গতকাল বুধবার জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা এসব কথা বলেন। সিনিয়র সহকারী জজ শাহনেওয়াজ মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা জজ মুরাদএ মাওলা সোহেল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী, অতিরিক্ত মহানগর দায়রা জজ সামশুল আরেফিন, জেলা পুলিশ সুপার প্রতিনিধি মো. কামরুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক এ এস এম বজলুর রশিদ মিন্টু, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, জেলা সিভিল সার্জন প্রতিনিধি ডা. মো. নুরুল হায়দার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবী বড়ুয়া, অ্যাড. মো. রেজাউল করিম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতিকে সুস্থ-সবল রাখতে তামাক বর্জন করতে হবে
পরবর্তী নিবন্ধপাঁচ লাখ শিশুকে কৃমির ট্যাবলেট খাওয়াবে চসিক