প্রত্যন্ত গ্রামে নাওয়া–খাওয়া শেষে ঘুমিয়ে পড়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান। দরজায় ঠক ঠক করে আওয়াজ দিয়ে ‘বাড়িতে কেউ আছেন, বের হউন’। এভাবেই ঘুম থেকে জাগিয়ে তুলে শীতার্ত নারী–পুরুষ, শিশু ও প্রতিবন্ধীদের হাতে তুলে দেন শীতবস্ত্র। আবার অনেককে কাছে টেনে নিয়ে তাদের গায়েও জড়িয়ে দেন শীতবস্ত্র হিসেবে কম্বল। শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টায় চকরিয়া ইউএনও শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ শুরু করেন উপজেলার কাকারা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পাহাড়ি জনপদ বার আউলিয়া নগর গ্রামে। ওই গ্রামের জীর্ণ–শীর্ণ প্রতিটি বাড়িতে গিয়ে শীতবস্ত্র তুলে দেন ইউএনও। এর পর লক্ষ্যাচরের জালিয়া পাড়া, পৌরসভা কসাই পাড়ার শীতার্তদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগে সাধারণ মানুষ বেশ খুশি। এ সময় সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের উপ–সহকারী প্রকৌশলী শেখ মো. মামুন, তহসিলদার মনসুর আলম।
এ বিষয়ে চকরিয়ার ইউএনও মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উপজেলার ১৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সাড়ে ১১শ পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকেও পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় শীতবস্ত্রের জন্য। সেই টাকায়ও শীতবস্ত্র কেনার পর শীতার্তদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথমদিনে প্রকৃত অসহায়দের খুঁজে খুঁজে অন্তত দুই শতাধিক পরিবারে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে।