নগরীর চাঁন্দগাও বাহির সিগনাল দরবার–এ বারীয়া শরীফের বাগান বাড়িতে সুলতানুল হিন্দ হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দীন চিশতী আজমিরীর (রাঃ) ওরশ উপলক্ষে আলোচনা মিলাদ মাহফিলে বক্তারা বলেন, হযরত খাজা গরীবে নেওয়াজ (রহঃ) তাওহীদ–এ ইসলামের দাওয়াতির মাধ্যমে লাখ লাখ মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছেন। সত্যিকার দ্বীন মাযহাব ও প্রিয় নবীর (দ.) প্রেম ভালোবাসা ও জীবনাদর্শে মানুষকে উজ্জীবিত করে ইমানের পথে ফিরিয়ে এনেছেন। আর আরেক শ্রেণীর তাওহীদ–এ ইবলিশের অনুসারীরা সবসময় কথায় লিখনিতে প্রকাশ্যে প্রিয় নবীর (দ.) শান–মানে আক্রমনাত্মক কথা বলে সাধারণ মানুষের ইমান আকিদা নষ্ট করার পায়তারা করছে।
বক্তারা আরো বলেন, নবীয়ে পাকের (দ.) শান তাওহীদ ও রেসালতের অনুসারীদেরই মানায়। গত ৬ জানুয়ারি দরবারের সাজ্জাদানশীন আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ সামসুদ্দোহা বারীর (মু,জি,আ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মানিত অতিথি ও আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ হাফেজ নগর দরবার শরীফের পীরে ত্বরিকত সৈয়দ জোনাইদুল আনোয়ার (মু,জি,আ), আল্লামা আবদুল হালিম বারভী (মু,জি,আ), শাহজাদা মাওলানা মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী, শাহজাদা হাফেজ সৈয়দ এরশাদুল ইসলাম বারী প্রমুখ। পরে বিশ্ব মুসলিম উম্মাহ, দেশ–জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।