দরবারে বারীয়ায় আলোচনা সভা

| বৃহস্পতিবার , ২৮ এপ্রিল, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বাহির সিগন্যালস্থ দরবারে বারীয়ায় মাওলা আলীর (রা.) শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়। দরবারে বারীয়ার সাজ্জাদানশীন পীর আল্লামা মুফতি সৈয়্যদ শামছুদ্দোহা বারীর (মজিআ) তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরবারে বারীয়ার নায়েবে সাজ্জাদানশীন বড় শাহজাদা আল্লামা সৈয়দ মোকাররম বারী।

আলোচনায় অংশ নেন দরবারে বারীয়ার নায়েবে সাজ্জাদানশীন মুফতি সৈয়দ সাইফুল ইসলাম বারী। বক্তব্য রাখেন হাফেজ সৈয়দ এরশাদুল ইসলাম বারী, মাওলানা সৈয়দ আহমদ রেজা আল কাদেরী, মাওলানা সাদ্দাম হোসাইন আল কাদেরী, মাওলানা মিনহাজুল আবেদীন, মাওলানা হাফিজ আল কাদেরী, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা ইয়াছিন আল কাদেরী, মাওলানা অলী উল্লাহ সফভী প্রমুখ। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম নাট্যশিল্পী কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধপদোন্নতি পেয়ে আশেক রহমান এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক