দরবারে জিলানী শরীফে খোশরোজ শরীফ

| বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে হযরত মাওলা আলী (রা.) এবং দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্‌ সুফী মুহাম্মদ জুনাইদের খোশরোজ শরীফ গত ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান নঈমী। উপস্থিত ছিলেন মুহাম্মদ ইকবাল হোসাইন,মুহাম্মদ তারেক রেজা,আমিনুল ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ রবিউল ইসলাম, .এন.এম মতুর্জা, জাবির বিন জুনাইদ, মুনির হোসাইন উৎস, মেরিন ক্যাপটেন আসকারি, মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘাসফুলের সচেতনতামূলক সভা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ছড়া দখল করে নির্মাণ করা দেয়াল উচ্ছেদ