দরবারে জিলানী শরীফে কারবালা মাহফিল

| বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ at ১০:৪৭ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে শোহাদায়ে কারবালা স্মরণে ওয়াজ মাহফিল গত ১৪ জুলাই হযরত শাহ সূফি মুহাম্মদ জুনাইদের (মা জি আ) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মাহফিলে বক্তা ছিলেন আল্লামা ওমর ফারুক নইমী, খতিব মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, হাফেজ কাজী মুহাম্মদ জালাল উদ্দিন, খতিব ক্বারী মুফতি মুহাম্মদ শাফাজুল ইসলাম আলআজিজী, আব্দুর রহিম সোহেল, মুহাম্মদ আবুল মনছুর, মীর কাসেম, আবদুস শুক্কুর, এ এন এম মতুর্জা, শাহজাদা জাভির বিন জুনাইদ, তামজিদ ইবনে আমান প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনপুরা এমদাদ আলী প্রাথমিক বিদ্যালয়ে গল্প আহরণ প্রতিযোগিতার ৪র্থ অধিবেশন
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সভা