দরবারে জিলানীতে মেরাজুন্নবী (দ.) মাহফিল

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফে মেরাজুন্নবী (.) উপলক্ষে ২ দিনব্যাপী আজিমুশশান মিলাদ মাহফিল গত ১৬ এবং ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন শাহ্‌ সুফি মুহাম্মদ জুনাইদ। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মুফতি হারুনুর রশিদ ও ড.এটি এম লিয়াকত আলী। বক্তব্য রাখেন গোলাম মোস্তফা মুহাম্মদ নুরুন্নবী, ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী, মুফতি সালেহ সুফিয়ান, সৈয়দ ফারহান, মুহাম্মদ মুছা, আবু তাহের ফারুকী। উপস্থিত ছিলেন জসিম উদ্দিন, রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার এ.এন.এম. মতুর্জা, ক্যাপ্টেন আশকারি প্রমুখ।

মাহফিলে জিকিরে মোস্তফা (.) পরিবেশনায় ছিলেন ওবাইদ মুহাম্মদ তারেক রেজা, মুহাম্মদ ইকবাল হোসাইন, মুহাম্মদ নুরুল মুস্তফা খসরু, হাফেজ মুহাম্মদ আমিনুল ইসলাম, হাফেজ মুহাম্মদ হাসান,মুহাম্মদ মাহতিম আয়ান। বক্তারা বলেন,পবিত্র মেরাজুন্নবী (.) হলো নবী করিম (.) এর অন্যতম প্রধান মুজেজা। মেরাজের মাধ্যমে রাসুল (.) উম্মতের জন্য ৫ ওয়াক্ত নামাজ উপহার স্বরূপ এনেছেন। আখেরী মোনাজাত পরিচালনা করেন মীর মুহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইনের শাসন ফিরাতে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা