দরবারে জিলানীতে মাহফিল

| বুধবার , ২৮ মে, ২০২৫ at ১০:০৬ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে শোহাদায়ে খন্দকিয়া এবং ওরশে শাহ জালাল, শাহ আমানত () স্মরণে ওয়াজ মাহফিল গত ২৬ শে মে অনুষ্ঠিত হয়। মাহফিলে ছদারত করেন হযরত শাহসূফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.) এবং প্রধান ওয়েজিন ছিলেন মাওলানা ওমর ফারুক নইমী(মা.জি.)। আরো উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম, দরবার শরীফের প্রধান পৃষ্ঠপোষক এ.এন.এম মতুর্জা, শাহজাদা জাবির বিন জুনাইদ, তামজিদ ইবনে আমান প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, “ঈমান ও ধৈর্য্যের সঙ্গে আল্লাহ এবং রাসুল (.) ‘র ওপর আস্থা স্থাপন করলে আল্লাহ’র রহমত থেকে কেউ বঞ্চিত হয় না এবং এই উপমহাদেশে আউলিয়াগণের মাধ্যমে ইসলামের প্রচার প্রসার হয়েছে, তাই তাঁদের স্মরণের মধ্য দিয়ে আল্লাহ ও রাসূল (.) এর সন্তুষ্টি অর্জন করতে হবে”। মোনাজাতে দেশ ও জাতির উন্নয়ন এবং ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহ’র জন্য বিশেষভাবে দোয়া করা হয়। আগামী ১৪ জুলাই পরবর্তী মাহফিল অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় পর্যায়ে থিয়েটার গ্রাফিক্স ভিত্তিক মঞ্চ পরিকল্পনা কর্মশালার সমাপনী উৎসব
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ ও কনফিডেন্স সিমেন্টের মধ্যে এমওইউ স্বাক্ষর