উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে গত ১৭ রমজান পবিত্র শোহাদায়ে বদর দিবস স্মরণে ওয়াজ মাহফিল এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে ছদারত করেন দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সূফি মুহাম্মদ জুনাইদ। প্রধান আলোচক ছিলেন হালিশহর তৈয়্যবীয়া মাদ্রাসার সিনিয়র আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী। বিশেষ আলোচক ছিলেন মুহাম্মদ রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার এ এন এম মতুর্জা, শেখ নজরুল ইসলাম মাহমুদ,এস এম আব্দুল মালেক, শাহজাদা জাভির বিন জুনাইদ, মুহাম্মদ আব্দুল মনছুর, মুহাম্মদ মীর কাসেম, মুহাম্মদ আব্দুস শুক্কুর, মুহাম্মদ আশরাফ হোসাইন আল কাদেরি, হাফেজ তৌহিদ প্রমুখ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ নুরুল হক নূরী আল কাদেরি। বক্তারা বলেন, বদর যুদ্ধ ছিল ঈমানের মহা পরীক্ষা। উক্ত বিজয় ইসলামের ত্যাগের শিক্ষায় সত্য ও ন্যায়ের পথে মুসলমানদের যুগ যুগ ধরে প্রাণশক্তি জুগিয়ে আসছে।