নালাপাড়াস্থ দরবারে জিলানীতে সম্প্রতি অনুষ্ঠিত দুই দিনব্যাপী ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হয়। দরবারের সাজ্জাদানশীন শাহ্ সূফী জুনাইদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ও আলোচক ছিলেন হালিশহর মাদ্রাসা এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ ইউনুস যুক্তিবাদী। এতে নাতে রাসুল (স.) ও ক্বিরাত পাঠ করেন মুহাম্মদ আবুল কাশেম রনি, মোহাম্মদ এরশাদুল্লাহ, মুহাম্মদ তাহমিদ ইবনে আমান তামজিদ ও রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোহাম্মদ জসীম উদ্দীন আল কাদেরী। প্রধান আলোচক মাহফিলে হযরত আবদুল কাদের জিলানী (র.) এর জীবন ও মতাদর্শের উপর ব্যাপক আলোচনা করেন। মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালদীঘি জামে মসজিদের খতিব ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রভাষক গোলাম মোহাম্মদ নুর নবী আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।











