দরবারে জিলানিতে মিলাদ মাহফিল

| মঙ্গলবার , ১৩ জুন, ২০২৩ at ৫:৪১ পূর্বাহ্ণ

উত্তর নালাপাড়া দরবারে জিলানী শরীফে হযরত আমানত শাহ (রা.) ও হযরত শাহ জালাল ইয়েমেনির (রা.) ওফাত বার্ষিকী এবং খন্দকের যুদ্ধে বিজয় উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও ফাতেহা ১১ জুন অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন হযরত শাহ সুফী মোহাম্মদ জুনাইদ (মা.জি.)। এতে বিশেষ অতিথি ছিলেন গাউসে মুখতার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মাদ রবিউল ইসলাম। এতে দরবারের শাহজাদা জাভির বিন জুনাইদ উপস্থিত ছিলেন। দরবারে বাদ যোহর থেকে পালিত কর্মসূচিতে ছিল খতমে কোরআন, খতমে আসমাউল হুসনা শরীফ, গাউসিয়া শরীফ, খাজেগান শরীফ ও খতমে গেয়ারভী শরীফ। এতে আরো অতিথি ছিলেন ক্যাপ্টেইন অফিসার আশকারী, কাস্টমস্‌ অফিসার মাশরিকী, জুবাইরী, সেলিম নবী, আসাদুজ্জামান খান, ইকবাল মাহমুদ, সাইফুল ইসলাম, সৈয়দ মুহিত হোসেন, তাহাজ্জুদ হোসেন ও ইঞ্জিনিয়ার এ.এন.এম মর্তুজা। নাতে মুস্তফা (সাঃ) পরিবেশন করেন মোহাম্মাদ তামজীদ। সবশেষে আখেরি মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। আখেরি মুনাজাত পরিচালনা করেন মোহাম্মদ রবিউল ইসলাম (মা. জি. )। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা নঈমী স্মরণে শেরে মিল্লাত কনফারেন্স আজ
পরবর্তী নিবন্ধআজ বাংলাদেশ শিক্ষক সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ