শাহসূফী মাওলানা সৈয়দ কামাল শাহ (রহ.) এর বার্ষিক ওরশে দরবারের সাজ্জাদানশীন শাহসূফি ছৈয়দ সিদ্দিক রেজা বলেছেন, দুনিয়া ও আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আউলিয়া কেরামের আদর্শ ধারণ–পালন করতে হবে। তিনি রাউজান উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের দরবারে কামালিয়া শরীফে ওরশ মাহফিলে এ কথা বলেন। এতে শাহসুফি ছৈয়দ সিদ্দিক (ম:জি:আ🙂 এর রচিত নতুন গ্রন্থ ‘তাকওয়া : মুহাব্বতের সহিত আল্লাহভীরুতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন সৈয়দ মাসূম কামাল আল আজহারী, সৈয়দ মোরশেদ কামাল, ডা. জাহেদ কামাল, মাওলানা হাসান মোহাম্মদ শরফুদ্দীন, সৈয়দ ইলহাম রেজা, হাফেজ নঈম উদ্দিন, ছালামত উল্লাহ বাবুল, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ আরিফুল্লাহ সাকিব, খায়েজ আহমদ নাছির প্রমুখ। কর্মসূচিতে ছিল মিলাদ মাহফিল, ছেমা মাহফিল ও আখেরী মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।












