কুতুবুল আকতাব হযরত শাহসূফি মাওলানা ছৈয়দ কামাল শাহের (রহ🙂 ৫০তম সালানা ওরশ গতকাল দিন–রাত ব্যাপী রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মইশকরম গ্রামের দরবারে কামালিয়ায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। শাহসূফি সৈয়দ সিদ্দিক রেজা (ম:জি:আ🙂 এর ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে অনুষ্ঠিত ওরশের কর্মসূচিতে ছিল খতমে কোরআন, গোছল শরীফ, মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ। মিলাদ মাহফিল ও ওরশ শরীফের সার্বিক কার্যক্রমে অংশগ্রহণ করেন শাহজাদা সৈয়দ মাওলানা মাসূম কামাল আল আজহারী, মওলানা সৈয়দ সাইফুল ইসলাম বারী, মওলানা এম এস ইসমাঈল হোসেন সিরাজী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ মোরশেদ, শাহজাদা সৈয়দ ডা. জাহেদ কামাল, মরমী শিল্পী হান্নান হোসাইনী, সংগঠক মোহাম্মদ জেবর মুল্লুক, সমাজসেবক ছালামত উল্লাহ বাবুল, কবি মাহদি গালিব, শায়ের রাকিবুল হাসান, লেখক সেলিম চৌধূরী, সংগঠক আরিফুল্লাহ সাকিব, খায়েজ আহমদ নাছির, আলাউদ্দিন আল কামাল, সাজ্জাদ হোসেন প্রমুখ। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।