দরবারে ওয়াজেদিয়া ও আতিকিয়ার ১২১তম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ জাহেদ হোসেন খান। প্রধান অতিথি ছিলেন মোরশেদুল আলম কাদেরী। সভা পরিচালনা করেন আবদুল হক। ওয়ায়েজীনে কেরাম ছিলেন মাওলানা আবদুল লতিফ, মাওলানা ইউনুস ওয়াজেদী, মাওলানা মো. নজরুল ইসলাম, মাওলানা মো. আহসান উল্লাহ আতিকি, মাওলানা মাযহারুল ইসলাম আতিকী। মুনাজাত পরিচালনা করেন দরবারের সাজ্জাদানশীন মাওলানা জাহেদ হোসেন খান। প্রেস বিজ্ঞপ্তি।












