হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আজিজুর রহমান শাহ আল হাসানী আল মাইজভাণ্ডারীর (রা.) বার্ষিক ওরস শরিফ আগামী ২২ জানুয়ারি রাউজানের মিরাপাড়ায় দরবারে আজিজিয়ায় অনুষ্ঠিত হবে। এতে কর্মসূচির মধ্যে রয়েছে মাজারে নতুন গিলাপ চড়ানো, খতমে গাউসিয়া, কোরানখানি ও মিলাদ মাহফিল। বিশেষ মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ। উপস্থিত থাকবেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ, শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ ও সৈয়দ জিল্লুর রহমান মারুফ। প্রেস বিজ্ঞপ্তি।












