দরবারে আজিজিয়ায় ওরশ ২২ জানুয়ারি

| রবিবার , ১৬ জানুয়ারি, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আজিজুর রহমান শাহ আলহাসানী আল মাইজভান্ডারী (রহ.) প্রকাশ শাহ সাহেব কেবলার ১৩৫তম বার্ষিক ওরশ শরীফ আগামী ২২ জানুয়ারি রাউজানের মিরাপাড়া আহমদিয়া আজিজিয়া ভান্ডার মঞ্জিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে নতুন গিলাব চড়ানো, কোরানখানি, মিলাদ মাহফিল ও জিকির আজকার।
এতে বিশেষ মোনাজাত পরিচালনা করবেন শাহজাদা মাওলানা ছৈয়দ আব্দুল্লাহ আল নোমান শাহ। উপস্থিত থাকবেন শাহজাদা ছৈয়দ নুরুল আনোয়ার শাহ ও শাহজাদা ছৈয়দ নুরুল হান্নান শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসিআই প্রিমিও প্লাস্টিক ডিলার সম্মেলন
পরবর্তী নিবন্ধহালিশহরে মহানগর পূজা পরিষদের উপহার সামগ্রী বিতরণ