দরবারে আজিজিয়ায় ওরশ শরিফ আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবারে আজিজিয়া কমিটির মতবিনিময় সভা গত ১৯ ডিসেম্বর রাউজানের মীরাপাড়ায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন শাহসুফি মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ।
সভায় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ, শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোর্শেদ মন্টু, আলম ফকির, বাবুল আলম, সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ জয়নাল আবেদীন, সৈয়দ সাইফুল ইসলাম, সৈয়দ জিল্লুর রহমান মারুফ ও মোহাম্মদ কামরুজ্জামান টিটু। প্রেস বিজ্ঞপ্তি।