দরবারে আজিজিয়ায় ওরশ সম্পন্ন

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

হজরত শাহসুফি মাওলানা সৈয়দ আজিজুর রহমান শাহ মাইজভাণ্ডারী (রা🙂 প্রকাশ শাহ সাহেব কেবলার ১৩৮তম বার্ষিক ওরশ শরিফ গত ২২ জানুয়ারি রাউজানের মিরাপাড়া দরবারে আজিজিয়ায় অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল কোরানখানি, মিলাদ মাহফিল ও জিকির আযকার। এতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন পীরে তরিকত শাহজাদা মাওলানা সৈয়দ আবদুল্লাহ আল নোমান শাহ। উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ নুরুল আনোয়ার শাহ, শাহজাদা সৈয়দ নুরুল হান্নান শাহ ও শাহজাদা সৈয়দ জিল্লুর রহমান মারুফ শাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বরলিপির বর্ষপূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধহালদার জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের সবার