আনোয়ারায় বসতঘর থেকে মোবাইল ও ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোর ৬টায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দিঘিরপাড় এলাকায় গুলজান বাপের বাড়ির আবুল হাসেমের বসত ঘরে এ চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ফাতেমা আকতার (২৫) বলেন, প্রতিদিন ফজরের নামাজের পর ভোর হলে ঘরের সামনের দরজাটা আমরা খোলা রাখি গতকাল ভোর ৬টায় আমাদের সামনের দরজা খুলে আমি ওয়াশরুমে গেলে এই ফাঁকে দুস্কৃতকারী ঘরে ঢুকে দুইটি এন্ড্রয়েড মোবাইল সেট আর একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়, যার মূল্য ৬০ হাজারের বেশি। এ ব্যাপারে আমি আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।