‘দম’-এ মেহজাবীন?

| বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নাটকে বিরতি দিয়ে ওটিটিতে নিয়মিত হয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এই অভিনেত্রী এখন পুরোপুরি চলচ্চিত্রে মনোনিবেশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন মেহজাবীন। শোনা যাচ্ছে আলোচিত সিনেমা ‘দম’এ যুক্ত হয়েছেন তিনি। খবর বাংলানিউজের।

সিনেমাটির পরিচালনায় রয়েছেন নির্মাতা রেদয়ান রনি। জানা গেছে, ‘দম’ একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে, যেখানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবেন দুই তারকা চঞ্চল চৌধুরী ও আফরান নিশো।

গত সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। শুধু বাংলাদেশে নয়, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তানের নানা লোকেশনে চলছে দৃশ্যধারণ। নির্মাতা কিছুদিন আগে নিজের সামাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘দম এর দম পরীক্ষা।’ এরপর থেকে জল্পনা শুরু হয়, কাজাখস্তানেই চলছে সিনেমার কাজ। এর আগে গুঞ্জন উঠেছিল, সিনেমাটিতে নায়িকা হিসেবে দেখা যাবে পূজা চেরিকে। গণমাধ্যমেও সে খবর ছড়িয়ে পড়ে। তবে প্রযোজনা প্রতিষ্ঠান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। পূজা চেরি থাকলেও এবার সামনে এসেছে নতুন নাম মেহজাবীন চৌধুরী। যদিও নির্মাতা এখনই বিষয়টি নিয়ে কিছু বলতে নারাজ। সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র নিশ্চিত করেছে মেহজাবীন অভিনয় করছেন এই সিনেমায়।

উল্লেখ্য, মেহজাবীন অভিনীত প্রথম নির্মিত সিনেমা ‘সাবা’ মুক্তি পায় গত ২৬ সেপ্টেম্বর। মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমাটি মুক্তির পর দর্শক ও সমালোচকদুই মহল থেকে প্রশংসা কুড়ায়। যদিও এটি ছিল তার প্রথম শুটিং করা সিনেমা, তবে মুক্তির দিক থেকে ‘প্রিয় মালতি’ই দর্শকের সামনে আসে আগে, এটি গত বছরের শেষ দিকে মুক্তি পায়। এই দুই সিনেমা নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছেন তিনি। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘সাবা’ ও ‘প্রিয় মালতি’। দুটি সিনেমা তাকে এনে দিয়েছে সম্মাননা ও স্বীকৃতি।

পূর্ববর্তী নিবন্ধকল্লোল গ্রীন-এস এ ফ্যামিলি স্পোর্টসের উদ্বোধনী ম্যাচ গোলশূন্য ড্র
পরবর্তী নিবন্ধএক দশক পর আসছে অর্ণবের অ্যালবাম ‘ভাল্লাগেনা’