দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সমন জারি

পুত্রবধূ ও নাতি-নাতনিদের বাদ দিয়ে ছেলের কোটি টাকার সঞ্চয় আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ৯:৫৯ পূর্বাহ্ণ

পুত্রবধূ ও নাতিনাতনিদের বাদ দিয়ে ছেলের কোটি টাকার সঞ্চয় এককভাবে তুলে নেওয়ার অভিযোগে এক মামলায় এক দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সমন জারি করেছে আদালত। তারা হলেনবোয়ালখালীর চরণদ্বীপ এলাকার বাসিন্দা ৭৮ বছর বয়সী মোহাম্মদ শাহাবত আলী ও তার স্ত্রী ৬৭ বছরের নূর জাহান বেগম। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও আরেকজনের বিরুদ্ধে সমন জারির এ আদেশ দেন।

বাদীর আইনজীবী মো. জাহেদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, আমার মক্কেলের দায়েরকৃত মামলাটি সিআইডি তদন্ত করছিল। তদন্ত শেষে সম্প্রতি সংস্থাটি আদালতে প্রতিবেদন দাখিল করেছে। আজকে (গতকাল) আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। এরমধ্যে আসামি শাহাবত আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা ও তার স্ত্রী নূর জাহান বেগমের বিরুদ্ধে সমন ইস্যু করেছেন।

আদালতসূত্র জানায়, প্রবাসী আবু তালেব তার স্ত্রী মিমফা মনসুর ও তিন সন্তান নিয়ে বিদেশে থাকতেন। ২০২১ সালের শেষের দিকে দেশে বেড়াতে আসলে অসুস্থ্য হয়ে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন পর মিমফা মনসুর তার স্বামীর সম্পত্তি ও ব্যাংকে রক্ষিত টাকা উত্তোলন করার জন্য উদ্যোগ গ্রহণ করলে দেখা যায়, নগরীর জনতা ব্যাংক ইস্ট কর্পোরেট শাখায় তার স্বামীর রাখা ১ কোটি ৫ লাখ ১৯ হাজার ৬১৩ টাকার সঞ্চয় আগেই তুলে নেওয়া হয়েছে। তাদের বাদ দিয়ে শ্বশুর, শাশুড়ি এককভাবে উক্ত টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে নিয়েছেন। এ ঘটনায় মিমফা মনসুর বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতসূত্র আরো জানায়, মামলাটি তদন্ত শেষ করে সম্প্রতি সিআইডি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। প্রতারণামূলকভাবে পুত্রবধূ ও নাতিনাতনিদের বাদ দিয়ে ছেলের কোটি টাকার সঞ্চয় এককভাবে তুলে নিয়ে আত্মসাৎ করার বিষয়টি উক্ত প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, মিমফা মনসুর তার ও তার সন্তানদের প্রাপ্যতার কথা বলার পর শ্বশুরশাশুড়ির কাছ থেকে হুমকিও পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্রকামী জনগণকে যারা ভয় দেখাতে চায়, তারা ব্যর্থ হবে : তারেক
পরবর্তী নিবন্ধমনোরেল প্রকল্প বাস্তবায়নে চসিকে ফলোআপ সভা