দমনপীড়ন অসহনীয় হয়ে উঠেছে : ইমরান খান

সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতার প্ররোচনা মামলায় জামিন

| বুধবার , ৩১ মে, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান তুমুল চাপের কয়েকটি সপ্তাহ পার করলেন, এই সময়ের মধ্যেই তার কয়েক হাজার কর্মী জেলে গেছেন, দলও ছেড়েছেন কয়েক ডজন নেতা। দেশের মধ্যে বিপুল জনসমর্থন থাকা সত্ত্বেও সামরিক স্থাপনায় হামলাকে ঘিরে তার দল নিষিদ্ধ হয়ে যেতে পারে, নিজেও সামরিক আদালতে বিচারের মুখোমুখি হতে পারেনএমন সব আশঙ্কা মনে থাকলেও তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান কিন্তু এখনও অবিচল। সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতায় প্ররোচনা দেওয়ার অভিযোগে হওয়া একটি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গত ৯ মে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোএনএবি ইসলামাবাদ হাই কোর্ট প্রাঙ্গণ থেকে ইমরানকে গ্রেপ্তার করলে দেশজুড়ে তুমুল বিক্ষোভ শুরু করে তার দল পাকিস্তান তেহরিকইনসাফ (পিটিআই) এর সমর্থকরা। দুই দিনের ওই বিক্ষোভে পাকিস্তানের কয়েকটি সেনানিবাস এবং সেনা স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ৭০ বছর বয়সী ইমরানকে পরে অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে ছেড়ে দেওয়া হয়। খবর বিডিনিউজের।

প্রথমত, যারা চলে গেছে, তাদের জায়গাগুলো ভরাট করতে হবে। তরুণরা আসবে। হয়তো তারাও গ্রেপ্তার হবে, বলেন চ্যাম্পিয়ন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান। এভাবে কোনো দল চলতে পারেবিবিসির এমন প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান বলেন,আপনি এই ধরনের সন্ত্রাসী কৌশল অল্প সময়ে জন্যই ব্যবহার করতে পারেন। তবে পুরো পরিস্থিতিই অসহনীয় হয়ে উঠেছে। সরকারের এই দমনপীড়ন কমে আসবে, এমন কোনো লক্ষণও দেখা যাচ্ছে না।

গতকাল মঙ্গলবার ইমরানের আইনজীবী ইন্তেজার হুসাইন বলেন, সাবেক প্রধানমন্ত্রী আদালতে উপস্থিত হয়ে জামিন বন্ড জমা দিলে নতুন মামলায় তার জামিন মঞ্জুর করে দুর্নীতি দমন আদালত। ইমরান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, যখন সহিংসতার ঘটনা ঘটে তখন তিনি বন্দি ছিলেন। আগামী ২ জুন পর্যন্ত ইমরানের জামিন মঞ্জুর হয়েছে। যার অর্থ, এই সময়ে তাকে এই মামলায় আটক করা যাবে না। অনেকেরই ধারণা, সেনাবাহিনীর সঙ্গে ঝামেলা পাকানোর কারণেই তাকে ক্ষমতা হারাতে হয়েছে, আর এখন ইমরান সেই সেনাবাহিনীর সঙ্গেই কথা বলতে আগ্রহী। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর কোনো ভূমিকাই থাকবে না, এমনটা বোকার স্বর্গেই ভাবা সম্ভব, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধএফ-১৬ জঙ্গিবিমানের আর্জি এরদোয়ানের, শর্ত দিলেন বাইডেন
পরবর্তী নিবন্ধচবির শাটলে কাটা পড়ে যুবকের হাত বিচ্ছিন্ন