দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ড. অনুপম সেন, সদস্য সচিব বিপ্লব বড়ুয়া

আ. লীগের ২২তম জাতীয় সম্মেলন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ নভেম্বর, ২০২২ at ৬:৫০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর। সম্মেলন সফল করার লক্ষ্যে গঠিত দপ্তর উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
প্রত্যেকবার দুদিনব্যাপী সম্মেলন হলেও এবার দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ব্যয় কমানোর জন্য একদিনে সম্মেলন শেষ করা হবে বলে জানা গেছে। জাতীয় সম্মেলনকে সফল করার জন্য ইতোমধ্যে দলের সিনিয়র এবং জুনিয়র নেতাদের পাশাপাশি দেশের গুণিজনদের সমন্বয়ে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলন উপলক্ষ্যে গঠিত দপ্তর উপ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. অনুপম সেন এবং সদস্য সচিব বাংলাদেশে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। উল্লেখ্য, প্রফেসর ড. অনুপম সেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা কমিটি সদস্য।

পূর্ববর্তী নিবন্ধকুণ্ডেশ্বরী পূজা কাল
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার সহজ জয় রইল সেমির সম্ভাবনা