অভিনেত্রী সুহানি ভাটনাগর মারা গেছেন। যিনি আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় ববিতা ফোগতের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শনিবার দিল্লিতে মৃত্যু হয়েছে সুহানি ভাটনাগরের। বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। তবে এখনও তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। খবর বাংলানিউজের।
জানা যায়, কয়েকদিন আগেই অভিনেত্রী সুহানি ভাটনাগরের পা ভেঙে গিয়েছিল। সেজন্য তার চিকিৎসা চলছিল। সেই চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধ খেতে হত তাকে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে সুহানির শরীরে তরল পর্দার্থ জমা হতে শুরু করেছিল।











