উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রান্নার সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে অগ্নিদগ্ধ ৬ জনের মধ্যে দুইজন মারা গেছেন। নিহতরা হলেন গৃহকর্তা নুর আলম (৫৩) ও তার পুত্র আনোয়ার মুস্তফা (১২)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে পিতার ও দুপুরে ছেলের মৃত্যু হয় বলে জানা যায়।
গত বৃহস্পতিবার সকালে উখিয়ার কুতুপালং ১/ইস্ট ক্যাম্পের ডি/৪ ব্লকে রান্নার সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে নিহত নুর আলমের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় নুর আলম, তার স্ত্রী, দুই ছেলে এবং পাশের ঘর থেকে আগুন নেভাতে আসা দুই রোহিঙ্গাসহ মোট ছয় ৬ জন অগ্নিদগ্ধ হয়। তারা কুতুপালং এমএসএফ হাসপাতাল, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্নস্থানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন অবস্থা থেকে গতকাল পিতা পুত্র দুই জনের মৃত্যু হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক নাঈমুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।












