দগ্ধ ১০ শ্রমিকের মধ্যে মারা গেলেন আরও একজন, মৃত্যু বেড়ে ৬

গ্যাস ক্রসফিলিং গুদামে বিস্ফোরণ

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

চন্দনাইশে গ্যাস ক্রসফিলিং গুদামে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত আরো ১ শ্রমিক মারা গেছে। তার নাম মোহাম্মদ রিয়াজ (১৭)। গতকাল বুধবার ভোর ৬টার দিকে ঢাকার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি লোহাগাড়া উপজেলার পদুয়ার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলাইমান ফারুকী। সিলিন্ডার বিস্ফোরণটিতে দগ্ধ ১০ জনের মধ্যে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হলো। বাকি ৪ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে চন্দনাইশ ও সাতকানিয়া সীমান্তের দ্বীপ চরতী সর্বির চর নির্জন এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিংয়ের গুদামে এ ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ সময় গুদামে অবস্থানকারী ১০ জন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

একদিন পর গুরুতর অবস্থায় ৪ জনকে ঢাকার বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। দুইদিন পর বাকি ৬ জনকেও ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে মারা যায় ওই গুদামের দুই শ্রমিক মো. ইদ্রিস (২৬) ও মো. ইউসুফ (৩০)। এরপর গত সোমবার ভোররাতে মারা যায় ওই গুদামের মালিক দগ্ধ মাহাবুবুল আলম (৪৭)। একইদিন সকাল সাড়ে ৯টার সময় মারা যায় শ্রমিক মোহাম্মদ ছালেহ (৩৩)। পরদিন গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় মারা যায় শ্রমিক মোহাম্মদ হারেছ প্রকাশ হারুন (২২)। সর্বশেষ গতকাল বুধবার ভোরে মারা

পূর্ববর্তী নিবন্ধজনগণ যদি নির্বাচনের মাঠে নেমে যায়, তাহলে কেউ আটকাতে পারবে না
পরবর্তী নিবন্ধজাবেদের ১১ চেক ব্যবহার করে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন