দগ্ধ আরো দুই শিশুর মৃত্যু

ভাসানচরে ক্যাম্পে অগ্নিকাণ্ড

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৪:৩০ পূর্বাহ্ণ

নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গতকাল একদিনেই দুই শিশু মারা গেছে। সকালে সাড়ে তিন বছর বয়সী মোবাশ্বেরা এবং সন্ধ্যায় ৫ বছর বয়সী রবি আলমের মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, আগুনে মোবাশ্বেরার ৬০ শতাংশ এবং রবি আলমের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে গত শনিবার সন্ধ্যায় ভাসানচরে দগ্ধ ৫ শিশুসহ ৭ জনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাসেল নামে তিন বছর বয়সী এক শিশুকে মৃত ঘোষণা করেছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর আলম আশেক জানান, চিকিৎসাধীন অবস্থায় সকালে মোবাশ্বেরা ও সন্ধ্যায় রবি আলম নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বাকি দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক। এরমধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধথানচিতে ২২ পর্যটকের জিনিসপত্র ছিনিয়ে নিল সশস্ত্র সন্ত্রাসীরা
পরবর্তী নিবন্ধআমাকে কেন ফেলে গেলি?