দখল-দূষণ থেকে বলুয়ার দীঘি রক্ষার দাবি

স্থানীয় বাসিন্দাদের গণস্বাক্ষর

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৪ পূর্বাহ্ণ

নগরীর ঐতিহ্যবাহী বলুয়ার দীঘি রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ২২ জন বাসিন্দা গণস্বাক্ষরের মাধ্যমে বলুয়ার দীঘির দূষণসহ অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ, দীঘিতে আবর্জনা ও বর্জ্য ফেলার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তরের প্রতি দাবি জানিয়েছেন। কোরবানিগঞ্জ এলাকাবাসীর পক্ষে কোরবানিগঞ্জ মহল্লা সর্দার সমাজ কমিটির ওই আবেদনে উল্লেখ করা হয়, প্রায় দুইশ’ বছরের ভুলু পোদ্দারের বদান্যতায় বলুয়ারদীঘি খনন করা হয়েছে। কালের বিবর্তনে ক্রয় ও খননকৃত বলুয়ার দীঘি মালিকানার হাত বদলে জমিদার অবিনাশ চৌধুরী হয়ে পরবর্তীতে বর্তমানে স্থানীয়ভাবে বসবাসরত মালিকদের কাছে পাড়সহ বিক্রি হয়ে যায়। এরপর পাড়ের জমি কিনেই অনেকে দীঘির জমি বেহাত করে ফেলেন। তাছাড়া বলুয়ার দীঘির চতুর্পার্শ্বে পাড় ঘেঁষে অবৈধ দখলের মাধ্যমে দীঘি ভরাটের প্রতিযোগিতা শুরু হয়। অনেকে দীঘির পানিতে মাটি ভরাট করে ইমারত নির্মাণের প্রচেষ্টাও অব্যাহত রেখেছে। আবার পাড় ঘেঁষে গড়ে উঠা বিভিন্ন মিল কারখানার বর্জ্য নিয়মিত দীঘিতে ফেলে দূষিত করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা শতবর্ষী এই দীঘি দখল ও দূষণের কবল থেকে রক্ষা করার মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যকে রক্ষার দাবি জানান।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর দৈনিক আজাদীতে ‘পুকুর ও দীঘিশূন্য হচ্ছে নগর; দু’যুগে বিলীন অন্তত ২০ হাজার; আশকার দীঘি বলুয়ার দীঘিসহ বড় জলাধারগুলোও ভরাটের কবলে’ শীর্ষক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধপাপিয়া ও তার স্বামী তিন দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধএবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ