আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) দখলদার মুক্ত হলো বলে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত ২০২১ সালের মার্চ মাসে সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী গং বেআইনীভাবে চর দখলের মতো জোরপূর্বক আইআইইউসি দখল করে নেয়। এর প্রেক্ষিতে বোর্ড অব ট্রাস্টিজ এর সভাপতি আ ন ম শামসুল ইসলাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন।
আদালত আবু রেজা নদভী গং ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহের বিরুদ্ধে রুলনিশি জারি ও কারণ দর্শানো সত্ত্বেও আ.ন.ম. শামসুল ইসলাম নেতৃত্বাধীন বোর্ড অব ট্রাস্টিজের নামে পরিচালনাধীন বিভিন্ন ব্যাংক হিসাবসমূহ রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পূর্ণ বেআইনীভাবে তাদের নামে ও স্বাক্ষরে পরিচালনা করা শুরু করে। এছাড়াও নদভী ক্ষমতার অপব্যবহার করে একই নামে আরেকটি ট্রাস্ট গঠন করে বেআইনীভাবে জোরপূর্বক আইআইইউসি দখলে নিয়ে এটিকে ধ্বংস করার হীন ষড়যন্ত্রে একের পর এক দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে বিপুল অংকের অর্থ আত্মসাৎ করে গেছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, বিগত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দুর্নীতিবাজ সরকারের পতন ঘটলে, দখলদার ও অবৈধ ট্রাস্টের অবৈধ সভাপতি আবু রেজা নদভী ও তাদের সাঙ্গপাঙ্গরা জনরোশের ভয়ে পালিয়ে গেলে আইআইইউসি’র শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের সাথে নিয়ে গতকাল আ ন ম শামসুল ইসলাম নেতৃত্বাধীন বোর্ড অব ট্রাস্টিজ সম্পূর্ণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পুনরায় বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতাদের সমন্বয়ে গঠিত বোর্ড অব ট্রাস্টিজ এর এক জরুরি সভা বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে আইআইইউসি’র সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে বোর্ড অব ট্রাস্টিজের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বোর্ড অব ট্রাস্টিজের সভায় আগামী ১০ আগস্ট শনিবার হতে সকল বিভাগে ক্লাসসমূহ যথারীতি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়। একই বৈঠকে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার্থে বিশ্ববিদ্যালয় হতে আর্থিক সহযোগিতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
দেশের অন্যতম সেরা বেসরকারী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–কর্মকর্তা ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।