দখলদারিত্বের সংস্কৃতিকে জাদুঘরে পাঠানো হয়েছে

চবি দর্শন বিভাগের বরণ ও বিদায় অনুষ্ঠানে উপাচার্য

| বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:১৮ পূর্বাহ্ণ

চবি দর্শন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চবি এ কে খান আইন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার। বিশেষ অতিথি ছিলেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান। চবি দর্শন বিভাগের সভাপতি প্রফেসর ড. এফ এম এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিভাগের প্রফেসর ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. কোরবান আলী। উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ উন্নত করতে সক্ষম হয়েছে। ইতিমধ্যেই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রদত্ত বিভিন্ন সুযোগসুবিধা গ্রহণ করছে। এখন আর ব্যাংকে গিয়ে লাইন ধরতে হয় না। দখলদারিত্বের সংস্কৃতিকে জাদুঘরে পাঠানো হয়েছে।

উপাচার্য শিক্ষা সংস্কার কমিশন গঠনের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। উপ উপাচার্য (একাডেমিক) বলেন, চবি দর্শন বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। দর্শন হচ্ছে জ্ঞানের আধার। উপউপাচার্য বিভাগের শিক্ষার্থীদেরকে বছরের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডার প্রদানের জন্য বিভাগের সভাপতিকে অনুরোধ জানান। চবি দর্শন বিভাগের শিক্ষার্থী সৌরভ জাহান শুভ ও আজমাইন জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে আহমদ হাসান ও নবীন শিক্ষার্থীদের পক্ষে শ্রাবণী চৌধুরী অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। বিদায়ী শিক্ষার্থী শরিফ উদ্দিনকে বিভাগের সভাপতি এবং নবীন শিক্ষার্থী শ্রাবণী চৌধুরীকে অনুষ্ঠানের আহ্বায়ক মানপত্র প্রদান করেন। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ফাল্‌গুনী ভট্টাচার্য এবং নবীন শিক্ষার্থী তাসনোবা ইসলাম সুষমা মানপত্র পাঠ করেন। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে শ্রী চিন্ময় একাডেমিক অ্যাওয়ার্ড, প্রফেসর আফসার আলী অ্যাওয়ার্ড এবং বিভাগীয় অ্যাওয়ার্ড প্রাপ্তদের উপাচার্য সম্মাননা প্রদান করেন। শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী বদায় সংবর্ধনা
পরবর্তী নিবন্ধট্রেড ইউনিয়নের মানববন্ধন ও সমাবেশ