ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের (ডিইসি) ২ দিনব্যাপী ৮ ঘন্টার হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার সম্পন্ন হয়েছে। বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট কোম্পানির কর্মকর্তা ও প্রায় ৯ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৫ জন এই কর্মশালায় অংশ নেয়। দক্ষ যুব সমাজ গঠনের লক্ষ্যে বছরের শুরুতেই ডিইসি এই আয়োজন করে। মাইক্রোসফট এঙেলের এই ২ দিনব্যাপী মাস্টার ক্লাসের প্রশিক্ষক ছিলেন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের প্রাক্তন সভাপতি সৈকত বিশ্বাংগ্রী। কর্মশালার কো-অর্ডিনেটর ফাহিম বিনের সঞ্চালনায় সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি ইঞ্জিনিয়ার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সোমেন কানুনগো, চট্টগ্রাম বন্দরের আইএসপিএন মনিটরিং সেলের সুপারভাইজর এএসএম মঈন উদ্দিন, ক্লাবের পরিচালক এহেতেশামুল হক, নির্বাহী সদস্য আবিদুর রহমান আসিফ, শওকত, হাসান, সাজ্জাদ, ফাহিম, জাবের, মুয়াজ, ও এসোসিয়েট সদস্যবৃন্দ। ক্লাবের প্রতিষ্ঠাতা সোমেন কানুনগো বলেন, দক্ষ যুব সমাজ গঠনই হোক নতুন বছরের একমাত্র লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।