দক্ষ মানবসম্পদ গড়তে দরকার মানসম্মত কারিগরি শিক্ষা

সমাজসেবার প্রোগ্রামিং কোর্সের সনদ বিতরণে বক্তারা

| শনিবার , ৩ মে, ২০২৫ at ৭:১১ পূর্বাহ্ণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়১ চট্টগ্রামের আয়োজনে কম্পিউটার অফিস এপ্লিকেশন, আমীনশিপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং ও গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ অনুষ্ঠান গত ২৮ এপ্রিল কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শহর সমাজসেবা অফিসার ও অধ্যক্ষ মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি ও মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের প্রেসিডেন্ট সৈয়দ মো. মোরশেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সহসভাপতি হাফেজ মো. আমান উল্লাহ, নুর জাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কোষাধ্যক্ষ মো. জাহাংগীর মোস্তফা, সদস্য রাবেয়া খাতুন শিমুল, প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক দেব প্রসাদ চক্রবর্তী, আবদুল মান্নান খান, রানু মন্ডল, কাউছার জান্নাত মুক্তা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বৈষম্যমুক্ত উন্নত সমাজ বিনির্মাণে আমাদের দক্ষ মানব সম্পদ দরকার। আর দক্ষ মানব সম্পদ গড়তে মান সম্মত কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র দরিদ্র ও বেকার যুবকযুবতীদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে ১২৫ জন প্রশিক্ষণার্থীর হাতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ‘ভাষাগত দক্ষতার ভারসাম্য’ বিষয়ক সেমিনার