দক্ষ প্রকৌশলী হতে হলে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতাও প্রয়োজন

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইইই বিভাগের অনুষ্ঠানে উপাচার্য

| রবিবার , ৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের উদ্যোগে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে প্রজেক্ট ডে ফল। দিনব্যাপী এই আয়োজনে বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের ল্যাবরেটরি কোর্সের অংশ হিসেবে প্রস্তুতকৃত মোট ১০৯টি প্রকল্প ও ৬৭টি পোস্টার প্রদর্শন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। তিনি বলেন, একজন দক্ষ প্রকৌশলী হতে হলে কেবল তাত্ত্বিক জ্ঞান অর্জন করলেই যথেষ্ট নয়, ব্যবহারিক দক্ষতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৌশল শিক্ষার্থীদের গবেষণাধর্মী ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আজকের এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় পরিসরের প্রকল্প বাস্তবায়নে সক্ষম করে তুলবে।

বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, প্রজেক্ট ডে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের মাধ্যমে যাচাই করার একটি কার্যকর প্ল্যাটফর্ম। এই প্রদর্শনীতে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, সহকারী অধ্যাপক কল্লোল দে, ইইই বিভাগের প্রভাষক সরিত ধর, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, সোমেন দত্ত, আবীর ধর, জয়নব বিনতে আহমেদ, ফারিয়া তাহসিন, তানভীর রহমান, মেহরীন ইসলাম, রিজমা সামানজা নিলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং প্রায় ৩ শ’ শিক্ষার্থী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক সামিনা আলম ও সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী। প্রদর্শনীর শেষ পর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গাউছুল আজম মুনিরী (রা.) সুন্নিয়া মাদরাসায় বই উৎসব
পরবর্তী নিবন্ধনৈতিক সমাজ বিনির্মাণে দাওয়াতে খায়রের কার্যক্রম বিস্তৃত করতে হবে