দক্ষ নেতৃত্ব ও সঠিক চিকিৎসার ফলে নাটাব রোল মডেল হয়ে থাকবে

কার্যকরি কমিটির সভা

| রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নাটাবের নির্বাহী সদস্য শামসুল আলম শামীম বলেছেন, বাংলাদেশের যক্ষ্মা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি নাটাব সহ অন্যান্য বেসরকারী প্রতিষ্ঠান সমূহ কাজ করে যাচ্ছে। এ কার্যক্রমের সার্বিক সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ প্রশংসনীয়। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রন কর্মসূচির অংশ হিসেবে যক্ষ্মা নির্মূলে এ কার্যক্রমকে সকল পর্যায়ে পৌছে দেয়ার লক্ষ্যে নাটাব চট্টগ্রাম শাখা রোল মডেল হয়ে থাকবে। সমিতির সভাপতি মোরশেদুল আলম কাদেরী বলেন, নাটাব দীর্ঘদিন ধরে বিনামূল্যে যক্ষ্মা রোগীদের সেবা দিয়ে আসছে। তিনি তাঁর ব্যক্তিগত যাকাতের কিছু অংশ নাটাব কার্যালয়ে চেকের মাধ্যমে প্রদান করেন। এক্ষেত্রে সমাজের বিত্তবানদের ও দানশীল ব্যক্তিদের এ মহৎ কাজে এগিয়ে আসার আহবান জানান বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম শাখা সভাপতি মোরশেদুল আলম কাদেরী।

সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ ও মাসের আয়ব্যয় হিসাব উপস্থাপনসহ বিগত সভার বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়। সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুক যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান নাটাব যাকাত ফান্ডে যাকাত প্রদান করেছেন তাঁদের ধন্যবাদ জানান। সভায় আগামী ২৭ মে সকাল ১১টায় সমিতির কার্যকরী কমিটির সদস্য নোমান আল মাহমুদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নাটাবের কর্মকান্ড গতিশীল করার লক্ষে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব এম এ সবুর ,সহসভাপতি এস.এম শামসুদ্দিন, কোষাধ্যক্ষ মো. জসিম উদ্দিন, আলহাজ্ব শাহজাহান সূফী, মো. এমরানুল হক, মো. শহীদুল আলম খসরু, মো. মুজিব সম্রাট, মো. জসিমুল আনোয়ার খান, মো. আবু সাঈদ সেলিম, শেখ সরওয়ার্দী, জেসমিন পারভীন জেসী, মোরশেদ আহসান খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবি কামাল চৌধুরী পাচ্ছেন চট্টগ্রাম একাডেমি মমতাজ সবুর সাহিত্য সম্মাননা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বঙ্গবন্ধু ল টেম্পল শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী