দক্ষ তরুণ সমাজই স্মার্ট বাংলাদেশ গড়ার হাতিয়ার

সংবর্ধনা অনুষ্ঠানে আবদুচ ছালাম

| বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪৭ পূর্বাহ্ণ

ইউসেপ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল হতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম বলেছেন, কারিগরি জ্ঞান ও দক্ষতাসম্পন্ন তরুণ সমাজ গঠনে কাজ করছে ইউসেফ মাবিয়া রশিদিয়া টেকনিক্যাল স্কুল।

গত সোমবার স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়ে শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। সময়ের পূর্বেই সরকার আমাদের কে তথ্য প্রযুক্তি নির্ভর একটি ডিজিটালাইজড দেশ উপহার দিতে সক্ষম হয়েছেন। বর্তমানে তরুণ সমাজই স্মার্ট বাংলাদেশ গড়ার পথে অগ্রগামী ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। তিনি বলেন, কারিগরি শিক্ষায় কৃতী শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশের এক একজন স্তম্ভ হিসেবে নিজেদের তৈরী করে নিতে সক্ষম হবে।

ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়ার সভাপতিত্বে ও নীলিমা বড়ুয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এ এস এম কাউছার, মো. ফজলুল রহমান, ইঞ্জিনিয়ার জ্যোৎস্না আক্তার, মো. সাকের, আয়াছ উদ্দিন, তসলিম উদ্দিন, মো. শফি, মো. বখতেয়ার, মো. হোসেন, ইমাম উদ্দিন, আলী আকবর, মো. হৃদয়, মো. সৌরভ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় চেক বিতরণে নাছির প্রধানমন্ত্রী সবসময় গরিব দুঃখীর কথা ভাবেন
পরবর্তী নিবন্ধডেঙ্গু নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর উদ্যোগ নিন