সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী বলেন, ইমামতি মহৎ পেশা। রাসুলুল্লাহ (সা.) মসজিদে নববীতে আজীবন ইমামের দায়িত্ব পালন করে গেছেন। সুতরাং আমরা যদি প্রতিটি মসজিদকে নবিজির দেখানো সেই মসজিদে নববীর রোল মডেল রূপে গড়ে তুলতে পারি তাহলে আমাদের সমাজ শিক্ষার আলোয় আলোকিত হবে। তিনি আরও বলেন, ইমামদেরও সৎ হতে হবে। কারণ, সাধারণ মানুষ ইমামদের অনুসরণ করে থাকেন। আর সেই লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে দেশের মসজিদের ইমাম-খতিবদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দিন নদভী এমপি গতকাল রোববার পাহাড়তলীস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ পরিচালক মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। শেষে প্রধান অতিথি প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের মাঝে সনদ বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












