দেশে ও বিদেশে কর্মসংস্থানের জন্য ও বিদেশ ফেরত অভিবাসীকর্মীর পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গতকাল সোমবার চট্টগ্রাম মহিলা টিটিসি এবং প্রত্যাশীর যৌথ উদ্যোগে দিনব্যাপী জব ফেয়ার (চাকুরি মেলা) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মালেক। চট্টগ্রাম মহিলা টিটিসির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী আশরিফা তানজীমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সহযোগি অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম।
স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম। প্রত্যাশীর প্রজেক্ট ম্যানেজার বশির আহম্মদ মনি এবং মহিলা টিটিসির জেনারেল শিক্ষক আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামালের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোহাম্মদ আলী এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ এবং হেলভেটাস সুইস ইন্টারকো–অপারেশন ফিন্যান্সিয়াল এডুকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট এক্সপার্ট মো. খালিদ হোসেইন প্রমূখ।
মেলায় ২৫টি প্রতিষ্ঠান স্টল প্রদানের মাধ্যমে তাদের বিভিন্ন শূন্য পদের বিপরীতে দক্ষতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে বিপুল পরিমাণে মেলায় আগত চাকুরিপ্রার্থীদের সরাসরি সাক্ষাৎ গ্রহণ করেন। প্রধান অতিথি দেশে দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে কারিগরি শিক্ষায় সুদক্ষ হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। তিনি চাকরিতে নিয়োগ প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আরো অধিক সংখ্যায় কর্মসংস্থান তৈরীর আহবান জানান।