দক্ষিণ হালিশহর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

| শুক্রবার , ১৭ মার্চ, ২০২৩ at ৬:৩৪ পূর্বাহ্ণ

নগরীর ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বুধবার স্কুল মাঠে প্রধান শিক্ষক মোঃ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য নুরুল বশর, সিনিয়র শিক্ষক ফজল করিম, সিনিয়র শিক্ষক ওসমান গনি, মিলন কুমার চক্রবর্তী, শিক্ষক গোলাম মহিউদ্দিন। বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম ও হারিছা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার, শিক্ষীকা আনোয়ারা বেগম, হুমায় আরা বেগম, শিক্ষক শুভাশীষ নন্দী, শিক্ষক মোঃ ইলিয়াছ আলী, শিক্ষক মুনিরুল আনোয়ার প্রমুখ। দোয়া কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওঃ মুক্তার আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকারণ দর্শানোর নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করতে পারবে দুদক
পরবর্তী নিবন্ধরমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং