দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩৮ পূর্বাহ্ণ

ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি২০২৫ সংবর্ধনা প্রদান অনুষ্ঠান গত ১০ সেপ্টেম্বর বুধবার সকালে বিদ্যালয় মাঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইলিয়াছ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি শ্রমিকনেতা মো. ইসহাক, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ মোখতার আহমেদ। সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ আলী, শিক্ষক মিলন চক্রবর্তী, ক্রীড়া প্রতিযোগিতার সমন্বয়কারী সিনিয়র শিক্ষক শুভাশীষ নন্দী, সিনিয়র শিক্ষিকা হোমায় আরা বেগম, শিক্ষিকা ফেরদৌস আরা চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি বিদ্যালয়ের লাইব্রেরি উন্নয়ন বাবদ বিশেষ বরাদ্দ এবং সরকারি বৃত্তিপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ব্যক্তিগত আর্থিক পুরস্কার প্রদান করেন। এছাড়ও প্রধান অতিথি বিগত বছরে স্কাউট দলের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিকেলে ২য় পর্বে বিদ্যালয় মঞ্চে সাংস্কৃতিক বিচিত্রা অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধকাল বাংলাদেশে আসছেন সাইমন টাফেল
পরবর্তী নিবন্ধভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় ইস্যু না বানানোর অনুরোধ কাপিল দেবের