আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল শনিবার নগরীর ইপিজেড থানার ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম। গণসংযোগকালে তিনি দক্ষিণ হালিশহরের মাদ্রাজীশাহ পাড়া, নেভী হাসপাতাল গেইট এলাকা, কাঁচাবাজার ও হাজী নূরগণি পাড়া ঘুরে সাধারণ জনগণের সাথে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের খোঁজখবর নেন, এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।











